ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী হলো ভারত
- আপডেট সময় : ১২:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী হলো ভারত। শুক্রবার সন্ধ্যায় হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসসহ তিন ট্রেনের সংঘর্ষে এ পর্যন্ত ২৮৮ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। হাসপাতালে চিকিৎসাধীন হাজারের বেশি যাত্রী। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। চলছে উদ্ধারকাজ।
গতকাল বিকালে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বালেশ্বরের পাশে বাহানগা বাজারের কাছে অপর একটি ট্রেনের লাইনচ্যুত বগিতে ধাক্কা দেয়। এ ছাড়া আরেকটি মালবাহী ট্রেনও এ সময় দুর্ঘটনার শিকার হয়। অন্য যাত্রীবাহী ট্রেনটি হলো— সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল। ভারতীয় রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি এবং অন্য দুটি ট্রেন লাইনচ্যুত হয়। কেন্দ্রীয় ও রাজ্যের দুর্যোগ বাহিনী এনডিআরএফের শতাধিক কর্মী আটকেপড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছেন। ঘটনাস্থলে ৬০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।