এফএ কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড
- আপডেট সময় : ০২:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
এফএ কাপের ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এক দিকে শিরোপা জিতে সুখস্মৃতি নিয়ে মৌসুম শেষ করতে চায় রেড ডেভিলরা।অন্য দিকে তাদেরই রেকর্ডে ভাগ বসিয়ে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে চায় সিটি। ওয়েম্বলিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এফএ কাপের ফাইনলে প্রথমবারের মত মুখোমুখি ম্যানচেস্টারের দুই দল। যেখানে দুর্দান্ত ফর্মে থাকা ম্যান সিটির সামনে ইতিহাস গড়ার সুযোগ।
একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের স্বাদ গ্রহন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ইউনাইটেড যা করে দেখিয়েছিল, সেটি এখনও স্বপ্নের মতো ইংলিশ ক্লাবগুলোর কাছে।
তবে সেই স্বপ্ন এবার বাস্তবতায় রুপান্তরের খুব কাছাকাছি পেপ গার্দিওলার ম্যান সিটি। এরই মধ্যে নিশ্চিত হয়েছে প্রিমিয়ার লিগ ট্রফি আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
তবে ফাইনালের আগে নিজের দল দুর্দান্ত ফর্মে থাকলেও, ইউনাইটেডকে হালকা ভাবে নিচ্ছে না সিটি বস পেপ গার্দিওলা।
(ফাইনাল মানেই বিশেষ কিছু। আর ইউনাইটেড শেষ ৫-৬ মাসে সম্পূর্ণ আলাদা একটি দল। তারা অনেক উন্নতি করেছে। তাদের সব খেলোয়াড়ই যোগ্যতাসম্পন্ন এবং ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে যেকোন মুহুর্তে।)
মৌসুমের শুরুটা প্রত্যাশিত না হলেও সময়ের সঙ্গে এখন অনেকটাই গোছানো ইউনাইটেড শিবির।কারাবাও কাপ জয়, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার পর শেষটা রাঙাতে চায় কোচ এরিক টেন হ্যাগ।
(যেখানে শুরু করেছিলাম এবং পরবর্তীতে এই দলটা যেভাবে উন্নতি করেছে, তাতে বলাই যায় এটা ভালো মৌসুম আমাদের জন্য। তবে আমাদের সামনে মৌসুমটা আরও বেশি ভালো করার সুযোগ এসেছে।)
এফএ কাপে শেষবার ম্যানচেস্টার ডার্বি হয়েছিল ২০১১ সালে। সেবার সেমিফাইনালে ম্যান ইউকে হারিয়ে দীর্ঘ ৩০ বছর পর এফএ কাপ ফাইনালে উঠেছিল ম্যান সিটি।