চালু হচ্ছে চিলাহাটি-ঢাকা দিবাকালীন ট্রেন
- আপডেট সময় : ০৫:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে চালু হচ্ছে চিলাহাটি-ঢাকা রেলপথে দিবাকালীন ট্রেন। আগামীকাল গণভবন থেকে চিলাহাটি এক্সপ্রেস নামে নতুন এই ট্রেনটির ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে বহু কাঙ্খিত দিবাকালীন ট্রেন পেয়ে খুশি হলেও নামকরণ নিয়ে হতাশ নীলফামারীর বাসিন্দারা। ট্রেনের নাম নীলফামারী এক্সপ্রেস’ করার পাশাপাশি নীলফামারীর চারটি স্টেশনের জন্য আসনসংখ্যা বৃদ্ধির দাবি জেলাবাসীর।
২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রুটে যাত্রা শুরু করে “নীলসাগর এক্সপ্রেস” ট্রেন। পরে ২০১৫ সালে চলাচল শুরু করে চিলাহাটি থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্য়ন্ত। নৈশকালীণ এই ট্রেন চালুর পর থেকেই দিবাকালীণ আরেকটি ট্রেন চালুর দাবি করে আসছিলো জেলাবাসী। দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে তারা।
অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে নীলফামারীবাসীর। চিলাহাটি-ঢাকা রুটে চালু হচ্ছে দিবাকালীণ ট্রেন। ট্রেন চালুর খবরে উচ্ছসিত স্থানীয়রা ।
তবে ট্রেনের নামকরণ নিয়ে শুরু হয় নাটক। গেলো ২৯ মে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের পক্ষে মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে নতুন এই ট্রেনের নাম “নীলফামারী এক্সপ্রেস” করার প্রস্তাব করা হয়। পরদিন ৩০মে ট্রেনের সিডিউল ঘোষণা করেন রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান। একইদিন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক স্বাক্ষরিত এক আদেশে ট্রেনটি উদ্বোধনের বিভিন্ন কমিটি গঠন করা হয়।
এদিকে বারবার নাম পরিবর্তনের কারণে ক্ষুব্ধ নীলফামারীর মানুষ। তাদের দাবি ‘চিলাহাটি এক্সপ্রেস’ নয়, এই ট্রেনের নাম হোক
“নীফামারী এক্সপ্রেস”। এ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপিও দেন এলাকার মানুষ। দাবি আদায়ে ট্রেন অবরোধ ছাড়াও চলছে মানবন্ধন ও বিক্ষোভ।
নামকরণ পরিবর্তনের বিষয়ে কোনো মন্তব্য করেননি, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। আর নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে জানান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
ঘোষিত সিডিউল অনুযায়ী সকাল ৬টায় চিলাহাটি স্টেশন ছেড়ে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে।