প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়েছে সরকারের : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাস্তবায়নের সক্ষমতা রয়েছে বলেই সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট দিয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আইয়ুব থেকে খালেদা জিয়া সবাই আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র করেছে। জনগণের দল আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না বলে জানান তিনি। বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলো বলেই সবাইকে ভোটচোর মনে করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
ঘড়ির কাটায় বিকেল ৪টা ২ মিনিট। বোতাম চেপে রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুতলা বিশিষ্ট ভবনটি ঘুরে দেখেন তিনি। হাত নেড়ে নেতাকর্মীদের শ্লোগান ও অভিবাদনের জবাব দেন। উদ্বোধনী সভায় দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা।
বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন জনগনের দল আওয়ামী লীগকে ষড়যন্ত্র কর ধ্বংস করা যাবে না। গেল দেড় দশকে বদলে যাওয়া বাংলাদেশের নেপথ্যে সরকারে নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। বিএনপির দু:সাশন এবং অপরাজনীতির কথা স্মরণ করিয়ে দেন সরকার প্রধান।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনার জবাব দিয়ে তা বাস্তাবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
১৫ ই ফেব্রুয়ারি নির্বাচনের উদাহরণ তুলে ধরেন শেখ হাসিনা বলেন, জিয়ার সময় থেকেই ভোট চুরির সংস্কৃতি চালু করে বিএনপি, তাই দলটি নিজেদের মত অন্য সবাইকে চোর বলে ভাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।