প্রস্তাবিত বাজেটে দেশের বিরাজমান অর্থনীতির বাস্তব প্রতিফলন ঘটেনি : ড. আহসান এইচ মনসুর
- আপডেট সময় : ০৮:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের বিরাজমান অর্থনীতির বাস্তব প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছেন পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর বিএফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি এ কথা বলেন। ডলার সংকটসহ নানা কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলেও জানান এই অর্থনীতিবিদ।
মুক্ত বাজার অর্থনীতির কারনে দেশীয় উৎপাদিত পন্য প্রতিযোগিতার মুখোমুখি হলেও বিশ্ববাজারে পন্যের দাম কমার সুফল পাচ্ছে না কেউই।
এমন বাস্তবতায় বিএফডিসিতে মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে ছায়া সংসদ বিতর্কে মুখোমুখি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিও ইসলামী ইউনির্ভাসিটির বিতার্কিকরা। সভাপতি বক্তব্যে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরি কিরণ বলেন,এবারের বাজেটে বেকারত্ব দূরীকরণসহ বেশ কিছু বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড.আহসান এইচ মনসুর বলেন, বিরাজমান অথর্নীতির বাস্তবচিত্র ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিফলিত হয়নি। ডলার সংকট থাকলে আমদানি সম্ভব নয়, যার ফলে বাজার নিয়ন্ত্রন করাও কঠিন বলে জানান তিনি। বিতর্কে বিরোধী দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি জয় লাভ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।