ডেঙ্গু শুরুর ২৪ বছর পরেও মিলছে না প্রতিরোধের ভ্যাকসিন
- আপডেট সময় : ০৮:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
ডেঙ্গু শুরুর ২৪ বছর পরেও মিলছে না প্রতিরোধের ভ্যাকসিন। তাই ভ্যাকসিনের আশা না করে, ডেঙ্গু মশা নিধন করতে পারলে রোগীর সংখ্যা কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক সেমিনারে তারা জানান, প্রথমবার ডেঙ্গু জ্বর হলে মৃত্যুর আশঙ্কা কম। তবে গর্ভবতী মায়েদের দ্বিতীয়-তৃতীয় দফায় ডেঙ্গু জ্বর হলে, জীবন হুমকির মুখে পড়তে পারে।
ডেঙ্গু জ্বরের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠে সাধারণ মানুষ। ডেঙ্গু বা এডিস মশা পরিষ্কার ও ময়লা দু’ধরণের পানিতে জন্মায়। কেবল দিনে নয়, এরা রাতেও কামড়াতে পারে। ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান করেন বিশেষজ্ঞরা। রক্তের প্লাটিলেট ১০ হাজারের নিচে কমে গেলে, শরীরে রক্ত দিতে হবে এমনটা নয়। বরং রক্তপাত হলেই রক্ত গ্রহণ করা যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ।
জ্বর হলেই রক্ত পরিক্ষা করার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। সেমিনারে মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে ডেঙ্গু নিয়ে দিকনির্দেশনা তুলে ধরেন প্রফেসর ডা. কাজী তারেকুল ইসলাম ।