জেসিআই বাংলাদেশের সঙ্গে যুক্ত হলো সেবা এক্স ওয়াই জেড
- আপডেট সময় : ১২:৪১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৮০১ বার পড়া হয়েছে
জেসিআই বাংলাদেশের লোকাল চ্যাপ্টার ‘জেসিআই ঢাকা স্পার্কস’ এর ২০২৩ সালের দ্বিতীয় সাধারণ সদস্য সভা গত ২রা জুন, শুক্রবার বনানীর জেসিআই বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাধারণ সদেস্য সভার পাশাপাশি উক্ত অনুষ্ঠানে মাস্টারিং লিডারশিপ এক্সিলেন্স নামক বিশেষ ট্রেনিং অনুষ্ঠিত হয়।
জেসিআই ঢাকা স্পার্কস এর লোকাল প্রেসিডেন্ট ২০২৩ নূর ই আলম ভূঁইয়া এবং সাবেক প্রেসিডেন্ট সিনেটর শাহমিনাহ ইশা মান্নান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত সভায় জেসিআই ঢাকা স্পার্কস চ্যাপ্টার এর সকল সদস্যদের উপস্থিতিতে লোকাল প্রেসিডেন্ট ২০২৩ সালের সকল কর্মকান্ড এবং বাৎসরিক বাজেট রিপোর্ট পেশ করেন।
সদেস্যদের মধ্যে মেম্বার অফ দ্যা মান্থের পুরস্কার বিতরন এবং তাদের কর্মকান্ডের স্বীকৃতি জানানো হয়। উক্ত সাধারন সদস্য সভায় ‘জেসিআই ঢাকা স্পার্কস’ এবং সেবা এক্স ওয়াই জেড, ব্রান্ডস্মিথ এবং কীর্তি ইন্টেরিয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভুইয়া উপস্থিত ছিলেন। এর পূর্বে স্পার্ক্সেরএর সদেস্যদের জন্য বিশেষ ট্রেনিং লিডাশিপ অনুষ্ঠিত হয়। ক্যাম্ব্রিজ সার্টিফাইড ট্রেইনার ইমরান নেওাজ খুরশীদ ট্রেনিং সেশনটি পরিচালনা করেন।
অবশেষে জেসিআই ঢাকা স্পার্কস এর লোকাল প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।