দেশী বিদেশী চাপের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
দেশী বিদেশী চাপের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি নিজ সরকারের এই দৃঢ় অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের রাজনীতিতে কূটনীতিকদের দৌড়ঝাপের প্রতি ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেন, কেউ ক্ষমতায় বসিয়ে দেয় না, বরং ব্যবহার করে। একমাত্র জনগনই ক্ষমতা দেয় এবং জনগনেই অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।
ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দফার পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে উঠে আসে সমসমায়িক রাজনীতি ও সংলাপ প্রসঙ্গ।
প্রধানমন্ত্রীর বক্তব্যে ইতিহাস ছাপিয়ে উঠে আসে বর্তমান প্রেক্ষাপট। বলেন লোডশেডিং ও মুদ্রাস্ফীতির চাপ থেকে জনগনকে রক্ষায় আপ্রান চেষ্টা করছে সরকার। তিনি বলেন, দেশে ভোটচুরির সংস্কৃতি চালু করে বিএনপি। আর আওয়ামী লীগ প্রতিবারই জনগনের ভোটে ক্ষমতায় এসেছ।
সরকার প্রধান বলেন জনগনই ক্ষমতায় বসায় অন্যরা শুধু ব্যবহার করে। কোন চাপের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ। জোর করে ভোটের অধিকার কেড়ে নেওয়া হলে জনগনের ছেড়ে দেবে না বলেও হুশিয়ারি দেন তিনি। ২০১৪র নির্বাচনের মত আবারো আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের পরিনতি সম্পর্কে বিরোধী দলকে সতর্ক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।