এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকটে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
দেশজুড়ে যে বিদ্যুৎ সংকট চলছে, তা গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ২০১৩ সালের পর থেকে এত বড় আকারের বিদ্যুৎ বিপর্যয় দেখেনি বাংলাদেশ। সরকারি তথ্য পর্যালোচনা করে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে রয়টার্স। বলা হয়েছে, গ্রীষ্মের শুরু থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলায়। তার মধ্যে জুন মাসের প্রথম থেকে শুরু হওয়া টানা বিদ্যুৎ সংকটে নাভিশ্বাস উঠেছে ১৭ কোটি মানুষের।
এর মধ্যেই জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, শিগগিরই এই সংকট কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারী দেশ। কিন্তু টানা বিদ্যুৎ সংকটে গার্মেন্টস কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি তথ্য বলছে, ২০২৩ সালের প্রথম ৫ মাসের প্রতিদিন লোডশেডিংয়ের কারণে গার্মেন্ট খাতে যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয়েছে— তা প্রায় ৪ মাসের সমান। জুন মাসের শুরু থেকেই সন্ধ্যার পর বা ভোরের দিকে লোডশেডিং হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ জেলা-শহর ও গ্রামে। কোনো কোনো এলাকায় লোডশেডিংয়ের কারণে দিনের ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।