দুঃশাসন ও কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানোই বিএনপির লক্ষ্য : রিজভী
- আপডেট সময় : ০৮:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১৮১৪ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের দুঃশাসন ও কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানোই বিএনপির আন্দোলন কর্মসূচির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকার নটরডেম কলেজের সামনে পুলিশী ব্যারিকেডের মুখে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান। অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সারাদেশে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। তারই অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল দলটির।
কিন্তু পুলিশি বাধায় শেষ পর্যন্ত সেখানে অবস্থান নিতে পারেনি তারা। পরে স্মারকলিপি দিয়ে ফিরে আসেন দলটির নেতারা। বেলা ১২টার দিকে মতিঝিল বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান নিতে নয়াপল্টন থেকে মিছিল নিয়ে রওনা হয় বিএনপি নেতাকর্মীরা।
কিন্তু মিছিলটি আরামবাগ নটরডেম কলেজের মোড়ে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের কারণে আর এগোতে পারেনি। পরে, ঢাকা জেলা বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- বিপিডিবি’র উপ-পরিচালক মমতাজ পারভিনের কাছে স্মারকলিপি দেন।