প্রচার-প্রচারণায় সরগরম খুলনা ও বরিশাল সিটি নির্বাচন
- আপডেট সময় : ০৬:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
প্রচার-প্রচারণায় সরগরম খুলনা ও বরিশাল সিটি নির্বাচন। পোষ্টারে পোস্টারে ছেয়ে গেছে নগরীর অলিগলি। ভোট পেতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ।
খুলনায় সিটি নিবার্চনের শেষ মুহুর্তে চলছে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ ও ভোট প্রার্থনা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক রায়েরমহল বাজার ও ১৪ নম্বর ওয়ার্ডের শেখপাড়া বাজারে গনসংযোগ করে। এসময় তিনি নগরীর গুরুত্বপূর্ণ সব জায়গায় নারীবান্ধব টয়লেট স্থাপনের কথা জানান।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু জিন্নাহ পাড়া বৌ-বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর গণসংযোগ করেন, গল্লামারী বাজার ও ৩১ নম্বর ওয়ার্ডে। জাকের পাটি মেয়র প্রার্থী রুপসা ব্রিজ এলাকা ও সতন্ত্র মেয়র প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
এদিকে বৃষ্টি অপেক্ষা করে বরিশাল নগরীতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ শিল্পকলা একাডেমিতে এক নির্বাচনী অনুষ্ঠানে যোগ দিলে বরিশালবাসী তাকে মেয়র হিসেবে মেনে নিয়েছে বলে দাবি করেন তিনি।
সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। আর স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বরিশাল নগরীর টাউন হলের সামনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণার করেন।
১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন।