সিলেট সিটি নির্বাচনে প্রার্থীরা এমন কিছু করবেন না যাতে প্রার্থীতা বাতিল হয় : সিইসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সিলেট সিটি নির্বাচনে প্রার্থীরা এমন কিছু করবেন না যাতে প্রার্থীতা বাতিল হয়, ইভিএমে ভোট স্বচ্ছ হবে, কোন কারচুপি হবে না, যদি কেউ কারচুপির কথা প্রমাণ করতে পারেন তাহলে দায় নেবে নির্বাচন কমিশন।
সকালে সিলেট শহরের একটি অডিটরিয়ামে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের বিভিন্ন প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সিইসি আরো বলেন, কোন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এলে প্রার্থিতা বাতিল হবে। ইভিএমে কোন ভূত-প্রেত নেই। এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। বিচার বিশ্লেষণ করে কিছু পাওয়া যায়নি। ইভিএমে যদি জালিয়াতি হয় এবং কেউ তা প্রমাণ করতে পারলে এর দায়ভার নির্বাচন কমিশন নেবে।