খুলনা সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে
- আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
খুলনা সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা শেষে হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহুর্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ইতোমধ্যেই মহানগরীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ভোট পেতে কালো টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে।
সিটি করপোরেশন নির্বাচন ঘিরে খুলনা এখন উৎসবের নগরী। দিনরাত চলছে মেয়র প্রার্থীদের প্রচারণা। গণসংযোগ শেষে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে ভোট দেয়ার আহবান জানান।
এদিকে..নির্বাচন প্রভাবিত করতে সন্ত্রাসী ও বহিরাগতদের জড়ো করে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন কাউন্সিলরা প্রার্থীরা।
নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে ইতোমধ্যে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী করেছেন নির্বাচন কর্মকর্তা।
১২ জুন শান্তিপূর্নভাবে নির্বাচন হবে এটাই নগরবাসীর প্রত্যাশা।