কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার ৪০ দিন পর গভীর জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার ৪০ দিন পর গভীর আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। টুইটারে এ তথ্য জানিয়ে ঘটনাকে পুরো দেশের জন্য আনন্দজনক বলে আখ্যায়িত করেন তিনি।
সর্বশেষ উদ্ধার হওয়ার চার শিশুর মধ্যে একজনের বয়স মাত্র এক বছর। অন্য তিনজনের বয়স ৯, ৪ ও ১৩ বছর। টুইটারে প্রেসিডেন্ট উদ্ধার কার্যক্রমের ছবিও পোস্ট করেন। এ ছবিতে কলম্বিয়ার সেনাবাহিনী ও স্থানীয় লোকজনকে উদ্ধারকাজে অংশ নিতে দেখা গেছে। শিশুদের দাদা ফিদেনসিও ভ্যালেন্সিয়া বলেছেন, বাচ্চাদের জরুরিভাবে জঙ্গল থেকে বাইরে আনতে হবে। উল্লেখ্য, গত ১ মে একটি ছোট উড়োজাহাজ আমাজন জঙ্গলে বিধ্বস্ত হলে, পাইলটসহ তিন ব্যক্তি নিহত হন। এসময় উড়োজাহাজে থাকা শিশুদের খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১০০ সেনা মোতায়েন করা হয়।