সিটি নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা খুলনা মহানগর
- আপডেট সময় : ০২:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
খুলনা সিটি নির্বাচনে ভোটগ্রহণ ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কড়া নিরাপত্তায় কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
আজ খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। সিটি নির্বাচনে এ বছর ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৮। নগরীর ৩১ ওয়ার্ডের ২৮৯টি ভোট কেন্দ্রে কাল ভোটগ্রহণ হবে। কার্যক্রম সহজ করতে এসব কেন্দ্রে ১ হাজার ৭৩২টি বুথ স্থাপন করা হচ্ছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে ২৮৯ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩ হাজার ৪৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
মহানগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। খুলনা মহানগর এখন পোস্টার আর নিরাত্তার বাহিনীর চাদরে ঢাকা। নির্বাচন উপলক্ষে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।