গণতান্ত্রিক ধারা অব্যাহত বলেই শিক্ষাসহ বিভিন্নখাতে উন্নয়ন করেছে দেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
মেধার চর্চা অব্যাহত থাকলে বাংলাদেশকে কেউ আর পেছনে টেনে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকার প্রধান বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই শিক্ষাসহ বিভিন্নখাতে অভূতপূর্ব উন্নয়ন করেছে বাংলাদেশ। একই সঙ্গে স্বাস্থ্য ও বিজ্ঞান গবেষণায় জোর দেয়ার তাগিদ দেন শেখ হাসিনা।
মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১২ সালে গঠন করা হয় শিক্ষা সহায়তা ট্রাস্ট। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধার চর্চা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
মাধ্যমিক থেকে স্নাতক ও সমমানের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ৫৩ লাখ ৬০ হাজারের বেশী শিক্ষার্থীকে দেয়া হয় ১২’শ কোটি টাকা।
শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩’এর সেরা মেধাবী পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করেন শেখ হাসিনা।
পুরস্কার প্রাপ্তির পর মেধাবী মুখগুলোতে ফুটে ওঠে গৌরবের হাসি। শিক্ষার্থীরা জানায় তাদের অনুভূতি। প্রতিক্রিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন আশা জাগানিয়া বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের মনোবল অটুট রাখতে নিজ জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।কৃষিতে সাফল্যের স্বাস্থ্য ও বিজ্ঞান গবেষণায় জোর দেন শেখ হাসিনা। বিগত ৫০ বছরের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই শতভাগ শিক্ষার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।