চূড়ান্ত রায় পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
জামায়াতকে মাঠে নামানোর বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সময় আসলে স্পষ্ট হবে পুরো বিষয়টি। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না। এদিকে সমাবেশে দেয়া জামায়াতের বক্তব্যকে বিএনপির বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে নিজ দপ্তরে জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ফন ভেইহের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
জামায়াতকে মাঠে নামানো প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের রায়ে সংবিধানের সঙ্গে তাদের গঠনতন্ত্র সাংঘর্ষিক হলেও পরিস্থিতির আলোকে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে সরকার।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন শেষে, সমাসাময়িক বিষযে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জামায়াতকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রধান শরিক দল উল্লেখ করে তিনি বলেন, সমাবেশে বক্তব্যের মাধ্যমে তাদের চিরাচরিত আচরণ স্পষ্ট করেছে জামায়াত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে আইমমন্ত্রী কথা বলেন জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে।
রাজনীতিতে অংশ নেয়া নয়, সুস্থ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাকি সাজা ভোগ করতে কারাগারে যেতে হবে বলেও জানান আনিসুল হক।