ঈদ উপলক্ষে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকেট বিক্রি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৭৯০ বার পড়া হয়েছে
ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন পরিবহনের বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর এবং আশপাশের কাউন্টারে টিকেট পাওয়া যাচ্ছে বলে জানান কাউন্টার ম্যানেজাররা। যাত্রীরা বলেছেন, এতে অনেকটাই ভোগান্তি কমলো।
কোরবানি ঈদের বাকি আর দুই সপ্তাহ। শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। এখন আগের মতো নেই দীর্ঘ লাইন। অনলাইনে আরও আগেই বিক্রি শুরু হয় টিকিট। ফলে সময়-অর্থ দুটোই বেঁচে যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। বাস কাউন্টার ম্যানেজাররা বললেন, বিগত বছরের তুলনায় এবার যাত্রী অনেক কম। ঈদে যাত্রীদের চাপ সামাল দিতে প্রস্তুত রাখা আছে গণপরিবহন।