সিটি নির্বাচন নিয়ে কমিশনের সন্তুষ্টিই প্রমাণ করে তারা কতটা ব্যর্থ : ফখরুল
- আপডেট সময় : ০৮:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সিটি নির্বাচন নিয়ে কমিশনের সন্তুষ্টিই প্রমাণ করে তারা কতটা ব্যর্থ। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, জনগণের শক্তি দেখতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আর আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের পথে বাঁধা হলে খবর আছে বলে হুশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মহাখালীতে ঢাকা মহানগর উত্তরের পদযাত্রাপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলেই জনতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
আর রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে যোগদেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সরকারের লাগামহীন লুটপাটের কারণে বর্তমানে দেশের এই পরিস্থিতি। যারা স্থানীয় সরকার নির্বাচনে নিরাপত্তা দিতে পারে না তাদের অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
সরকার খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের পথযাত্রা মহাখালী থেকে শুরু হয়ে কাওরানবাজার গিয়ে শেষ হয়। আর,দক্ষিণের পদযাত্রা গোপীবাগ হয়ে সায়দাবাদ গিয়ে শেষ হয়।