বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৮১০ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি। নির্বাচন সুষ্ঠু হলেও বিএনপি গদবাধা বক্তব্য দিয়ে নির্বাচনকে বিতর্কিত করতে চায়।জনগন ভোট দিতে চায় বরিশাল ও খুলনায় অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনই তার বড় প্রমান।
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান,সিটি নির্বাচনে মানুষ যেভাবে অংশ নিয়েছে আগামী নির্বাচনেও অংশ নেবে ভোটাররা। ইসলামি আন্দোলনের আগামী সিটি নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন,পরজয়ের গ্লানি থেকে মুক্তি পেতেই তারা সরে গিয়েছে।কিছু বিচ্ছিন্নঘটনার দুঃখ প্রকাশ করে তিনি বলেন,স্থানীয় সরকার নির্বাচনে অনেক সহিংসতা হয় কিন্তু বরিশাল ও খুলনার নির্বাচনই প্রমান করে এটি একটি মডেল নির্বাচন হয়েছে।সরকারে অধিনে আগামী নির্বাচনেও ব্যাপক অংশগ্রহন হবে বলেও জানান তিনি।