সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসঙ্গীসহ তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি বাংলাদেশ সময় গতকাল রাত ৯টা ১০ মিনিট জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইজারল্যান্ডে ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে জেনেভায় গেছেন প্রধানমন্ত্রী।
সফরকালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার- ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী প্যালেস ডি নেশনসে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সাক্ষাতের পর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বিকালে প্যালেস ডি নেশনসে ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’এর প্লেনারিতে শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে। এছাড়া আরও কিছু কর্মসূচি রয়েছে। ১৬ জুন ঢাকার উদ্দেশ্যে জেনেভা ত্যাগ করবেন তিনি।