সিলেটে স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিতে আছেন সিটি নির্বাচনে প্রার্থীরা
- আপডেট সময় : ০৬:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সিলেটে স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিতে আছেন সিটি নির্বাচনে প্রার্থীরা। ভোর থেকে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে প্রচারণায় নামতে পারছেন না তারা। কখনো মুষলধারে বর্ষণ আর সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ নগরের জলাবদ্ধতা নিরসন। প্রার্থীরা জলাবদ্ধতামুক্ত নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
গত বছর কয়েক দফা বন্যায় ডুবেছিলো সিলেট নগরী। সুরমা নদী তীরবর্তী অন্তত ১৫টি ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দা প্রথমে জলাবদ্ধতার শিকার ও পরবর্তীতে সুরমা নদীর পানি বাড়ায় বন্যায় ডুবেছিলেন। সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারছেন না নগরবাসী। বর্ষা মৌসুমে সিলেট সিটি করপোরেশন নির্বাচন হওয়ায় প্রার্থীদের কাছেও জলাবদ্ধতা নিরসন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সিলেট সিটি করপোরেশনে অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম, সুরমা নদীর গভীরতা না থাকা, ভারতে বৃষ্টিপাত ও এলোপাথাড়ি ড্রেনেজ ব্যবস্থাকে জলাবদ্ধতার জন্য দায়ি করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
এদিকে সুরমা নদী খননসহ অপরিকল্পিত ড্রেন অপসারণ করা না হলে নগরী জলাবদ্ধতামুক্ত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুর।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসএটিভি নিউজডেস্ক।