শিগগিরই যাত্রা শুরু করবে বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি বিমান: শেখ আব্দুল হান্নান
- আপডেট সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি বিমান শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি জানান দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্প্রতি অত্যন্ত চ্যালেঞ্জিং এ কাজটি সম্পন্ন করেছেন বিমান বাহিনীর সদস্যরা। যশোরের বাংলাদেশ বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে এসব কথা বলেন বিমান বাহিনীর প্রধান। এ সময় স্মার্ট বাংলাদেশের পাশাপাশি বিমান বাহিনীকেও স্মার্ট করে গড়ে তোলা হবে বলে জানান শেখ আব্দুল।
এটি বিমান বাহিনীর সদস্যদের মনোজ্ঞ ফ্লাইপাস্ট প্রদর্শন ও আকর্ষনীয় এরোবেটিক ডিসপ্লে। এ সময় নানা রঙে রঙিন হয়ে উঠে একাডেমীর আকাশ। এছাড়া আকাশসীমায় দক্ষতার নৈপূণ্য প্রদর্শন করে বিশেষ বিমান।বর্ণাঢ্য এই আয়োজন ছিলো যশোরের বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে। গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ বিমান বাহিনীর ৮২তম বাফা কোর্স সম্পন্নকারী সদস্যরা।এতে যোগ দেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। শুরুতেই কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।
এরপর গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন এয়ার প্রধান। কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেটদের হাতে তুলে দেন “সোর্ড অব অনার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কমান্ড্যান্টস্ এবং বিমান বাহিনী প্রধান ট্রফি।
বিমান বাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী দিকনির্দেশনায় বিশ্বের আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণ বিশ্বমানের উল্লেখ করে তিনি বলেন, একাডেমির যুগোপযোগী কার্যক্রম দৃষ্টান্তমূলক।কুচকাওয়াজের মাধ্যমে ৬ জন মহিলা অফিসার ক্যাডেটসহ কমিশন লাভ করেন মোট ২২ জন ক্যাডেট।