নির্বাচন যতো ঘনিয়ে আসছে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন বাড়ছে : ফখরুল
- আপডেট সময় : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নির্বাচন যতো ঘনিয়ে আসছে ততোই বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন বাড়ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, রাজনীতি থেকেও বিএনপিকে সরিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করছে সরকার। আর নির্বাচনকে সামনে রেখে সরকার পুলিশ-প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন নির্বাচনকে সামনে রেখে নতুন করে হামলা মামলায় মেতে উঠেছে সরকার । যার উজ্জ্বল দৃষ্টান্ত, নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে ও তার সহধর্মিণীর বিরুদ্ধে হত্যা মামলা।
চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে সরকারি দলের নেতা কর্মীরা হামলা করে আবার বিএনপির উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে ঢকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে নীল নকশা বাস্তবায়নে সরকার প্রশাসনে রদবদল শুরু করেছে। আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল।