নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসের বোমা হামলার বিচার কাজ চলছে ধীর গতিতে
- আপডেট সময় : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসের বর্বরোচিত বোমা হামলার বিচারকাজ চলছে ধীর গতিতে। ৯ বছর আগে তদন্ত সংস্থা চার্জশিট দিলেও শুরু হয়নি বিচার কাজ। নিহতদের পরিবারের দাবি, বেঁচে থাকতে ঘটনার কারণ জানাসহ দোষীদের বিচার দেখে যেতে চান।২০০১ সালের ১৬ জুন রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ার আওয়ামীলীগ অফিসে বর্বরোচিত বোমা হামলায় নিহত হন ২০জন। তৎকালিন সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ আহত হন অর্ধশত। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন।
দুটি মামলায় ১৪ বছরে ৭ বার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর ২০১৩ সালের মে মাসে চার্জশীট জমা দেয় সিআইডি।চার্জশীট ভুক্তদের মধ্যে মুফতি হান্নানকে ২০১৭ সালে অন্য একটি মামলায় ফাঁসি দেয়া হয়। মামলার অপর ২ আসামী আনিসুল ও মুহিবুল ভারতের কারাগারে আটকে। ওবায়দুল্লাহ পলাতক রয়েছেন। আরেক আসামী শকু জামিনে এবং শাহাদাৎ কারাগারে রয়েছেন।
বর্তমানে আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। বোমা হামলায় নিহত বাচ্চুর স্ত্রী স্বামীর হত্যাকারীদের বিচার চান।এ দুর্ঘটনায় দু’পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করা রতন কুমার দাশ ও বাবু চন্দন শীল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।মামলার বাদী অ্যাডভোকেট খোকন সাহা জানান, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় নিজেও হতাশা প্রকাশ করেন বাদী। মামলাটি দ্রুত নিষ্পত্তি চান।এদিকে,দিবসটিতে চাষাঢ়া শহীদ মিনারের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানী ও গনভোজের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন ও নিহতের স্বজনরা।