ভোটে নয়, বন্দুকের জোরেই সরকার ক্ষমতায় টিকে আছে : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
জনগণের ভোটে নয়, বন্দুকের জোরেই বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
বিএনপি মহাসচিব আরো বলেন, আওয়ামী সন্ত্রাসীদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, উন্নয়নের জোয়ারে ক্ষমতাসীনদের নেতাকর্মীরা ও বিত্তবানরা বিদেশে গিয়ে চিকিৎসা নেন। কিন্তু দেশের মানুষ ভালো চিকিৎসা পায় না। মির্জা ফখরুল বলেন, বিএনপি’র ৬শ’ নেতাকর্মীকে গুম করা হয়েছে। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি এই সভার আয়োজন করে।