গুম-খুনে জড়িতদের আগামীতে বিচারের সম্মুখীন করা হবে : আমীর খসরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
গুম-খুনের সাথে যারা জড়িত, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিকেলে, ঢাকার গুলশানে গুম-খুন, নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন,যে সকল আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে গুম-খুনে জড়িতদের আগামীতে বিচারের সম্মুখীন করা হবে।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া দেশে মানবাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই এই সরকারের পতন ঘটিয়েই দেশে মানবাধিকার ফিরিয়ে আনা হবে। পরে গুম-খুন, নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।