‘ফুলজান’ সিনেমার গল্পই সুপারস্টার : মিষ্টি জান্নাত
- আপডেট সময় : ০৪:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : শুক্রবার সারাদেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মিষ্টি জান্নাত অভিনীত গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ‘ফুলজান’। এই সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু।
এই চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, ‘ছবিতে সামাজিক বার্তা আছে। ছবির কেন্দ্রীয় চরিত্র ফুলজান, যেটি আমি করেছি। চার বছর পর আমার কোনো ছবি বড়পর্দায় মুক্তি পেয়েছে। এ কারণে বেশ রোমাঞ্চিত। আশা করছি, দর্শকের ভালো লাগবে এ ছবি।’
‘ফুলজান’ ছবি নিয়ে মিষ্টি জান্নাত আরও বলেন, ‘ফুলজান সিনেমার গল্পই সুপারস্টার। গ্রামের সহজ-সরল গল্প নিয়ে ছবিটি নির্মিত। পরিবার নিয়ে দেখার মতো ছবি। তাই দর্শকদের প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানাই।’
এ প্রসঙ্গে নির্মাতা আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ‘ফুলজান সিনেমার কাহিনি লিখতে গিয়ে আমি অনেকবার কেঁদেছি। এটি আমার অনেক পছন্দের একটি গল্প। ফুলজান নামে একটি নাটক আছে, যা মঞ্চস্থ করেছি অনেকবার। সেখান থেকেই এই ভাবনা। এই সিনেমার পরতে পরতে অনেক রোমান্স ও টুইস্ট রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মেয়েদের পাশাপাশি পুরুষরাও নানাভাবে মানসিক যন্ত্রণায় ভুগছে। তাদের সেই কষ্ট, সামাজিক অসংগতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, এই সিনেমা আপনাদের ভালো লাগবে।’
‘ফুলজান’ চলচ্চিত্রে মিষ্টি জান্নাত ছাড়াও অভিনয় করেছেন আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার, ইসমাইল খান, শিলা, পাপিয়া, রাকিব, প্রশান্ত প্রমুখ।