ঈদুল আজহা কবে জানতে সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা কবে, তা জানতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বৈঠক হবে। এতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।
ইসলামী ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের টেলিফোন নম্বরে কিংবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা নিজ এলাকার ইউএনও’কে জানানোর অনুরোধ করা হল।
এদিকে..সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসেবে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ ২৯ জুন।