রাজশাহী সিটি নির্বাচনে কত শতাংশ ভোট পড়বে?
- আপডেট সময় : ০৫:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৮৬০ বার পড়া হয়েছে
ভোটাররা নির্বাচন-বিমুখ হওয়ার ফলে রাজশাহী সিটি নির্বাচনে কত শতাংশ ভোট পড়বে- তা নিয়ে খোদ মেয়র প্রার্থীরাই আছেন অন্ধকারে। জাতীয় পার্টির প্রার্থীর ধারণা, ৩০ শতাংশের বেশি ভোটারকে কেন্দ্রে পাওয়া যাবে না। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বলছেন, ভোট পড়বে ৬০ শতাংশের ওপরে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার উপস্থিতি বাড়াতে ওয়ার্ডে ওয়ার্ডে গম্ভীরা গানসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। শেষদিনে ভোটারদের সাথে কুশল বিনিময় ও প্রচারণা সেরে নিচ্ছেন প্রার্থীরা। পাঁচ বছর এই সিটি নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কতটা-এ নিয়ে খোদ মেয়রপ্রার্থীরাই সন্দিহান।
সিটি নির্বাচনে একমাত্র হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন শুরু থেকেই সরব। নগরীজুড়ে তাঁরই প্রচারণা ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগ ছাড়া বিএনপিসহ অন্য বড় দলগুলো নির্বাচনের মাঠে না থাকায় ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।তবে সুষ্ঠু ভোটের পরিবেশ না থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী বলছেন, ফলাফলের বিষয়ে ভোটাররা নিশ্চিত হয়ে গেছেন। তাই ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ নেই।
এদিকে, রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটার উপস্থিতির ব্যাপারে আশাবাদী কমিশন।
আগামী বুধবার সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ।