গ্রামীণ জনপদের স্বাস্থ্য সেবায় এয়ার এম্বুলেন্স
- আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৭০১ বার পড়া হয়েছে
দেশের গ্রামীণ জনপদে স্বাস্থ্য সেবায় প্রথম বারের মতো এয়ার এম্বুলেন্স ব্যবহার হলো। ফরিদপুরে ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এক রোগীকে এয়ার এম্বুলেন্সে এবং কয়েকজনকে হেলিকপ্টারে ঢাকায় এনে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেয়া হয়। তিনদিনে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকরা পাঁচ শতাধিক অসহায় মানুষের স্বাস্থ্য সেবা দেন।
ফরিদপুরের সাদীপুর প্রাথমিক বিদ্যালয়ে ফয়সাল হেলথে এক্সপ্রেস সার্ভিসর ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনদিনে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
জটিল ও আশঙ্কাজন রোগীকে হেলিকপ্টার এমনকি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি।
হার্টের ব্লক রয়েছে এমন এক রোগীকে এয়ার এ্যামবুলেন্সে ঢাকায় এনে চিকিৎস করানো হয়।এমন সেবায় খুশি রোগী ও তাদের স্বজনরা।
ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা স্বাস্থ্য সেবা প্রদান করেন। গ্রামীণ অসহায় মানুষকে সেবা দিতে পেরে সন্তুষ্ট তারা।
ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিসের ব্যবস্থপনা পরিচালক শেখ ফয়সাল জানান, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে তাদের এমন চেষ্টা।
ফ্রি ক্যাম্পে শুধু চিকিৎসা নয়, হতদরিদ্র মানুষকে বিনা পয়সায় ঔষধও প্রদান করা হয়।