উজানের ঢলে পানি বাড়তে শুরু করেছে উত্তরাঞ্চলের ১৬টি নদ-নদীর
- আপডেট সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
উজানের ঢলে পানি বাড়তে শুরু করেছে উত্তরাঞ্চলের ১৬টি নদ-নদীর। এদিকে, আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন কুড়িগ্রামের চরাঞ্চলের পাঁচ লাখের বেশি মানুষ। পানি প্রবেশ করতে শুরু করেছে নদ-নদী অববাহিকার নিচু চরাঞ্চলের ঘর- বাড়িতে। বন্যা মোকাবিলায় এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
এদিকে, পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে সিলেটের সব নদ-নদী। এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি নদীগুলোর পানিও বিপৎসীমা ছুঁইছুঁই। এরই মধ্যে নগরীর কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে এবারও বন্যার আশঙ্কা রয়েছে।
এদিকে, সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানির স্রোতে ভেসে গিয়ে দুই শিশু সন্তানসহ এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মা দুর্লভ রানীর মরদেহ আজ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও নিখোঁজ দুই শিশুসন্তানের সন্ধান পাওয়া যায়নি।
পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুনের এ্যাপ্রোচ সড়ক ডুবে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে ১টি ফেরিঘাট।
দেশের ৭ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কতা থেকে এ তথ্য পাওয়া গেছে।