কোরবানির মৌসুমে সক্রিয় জাল টাকার কারবারীরা
- আপডেট সময় : ০৮:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার কারবারি চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে। এমন খবর পেয়ে অভিযান শুরু করে র্যাব। রাজধানীর উত্তরখান এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী চক্রের অন্যতম হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। সাথে জব্দ করা হয়েছে জালনোট তৈরির মেশিন, বিভিন্ন সরঞ্জামাদি ও প্রস্তুতকৃত বিপুল জাল নোট।
কোরবানি ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে শুরু হয়েছে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশু বিক্রি। পশুর হাটে দৈনিক কয়েকশ’ কোটি টাকার বেচাকেনা হয় এসময়। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রতারক চক্র সক্রিয় বাজারে নকল টাকা ছড়িয়ে দিতে।
জাল টাকা ছাপার এমনি একদল প্রতারক চক্রকে গ্রেফতার করেছে র্যাব-থ্রি। রেব কর্মকর্তারা জানান, তাদের ১ লক্ষ টাকা তৈরি করতে খরচ হতো মাত্র দুই হাজার টাকা। অপরাধীরা ঈদে চাহিদা বাড়ার কারণে আসল টাকার মাঝেই জাল টাকা চালান করতো বলে জানিয়েছেন র্যাবের অধিনায়ক।
ক্রেতা-বিক্রেতা উভয়কেই কেনাবেচার সময়ে টাকা যাচাই-বাছাই করে নেয়া অথবা মোবাইল ব্যাংকিং কিংবা কার্ড ব্যবহারের পরামর্শ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।