সকাল ৮টা থেকে চলছে রাজশাহী সিটি নির্বাচনের ভোটগ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৮১৭ বার পড়া হয়েছে
সকাল ৮টা থেকে চলছে রাজশাহী সিটি নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। তবে সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।
নগরীর উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুলে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের। তবে ভোটারের অভাবে এই কেন্দ্রে ভোটগ্রহণ বিলম্ব হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি খানিকটা বাড়ে। রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন এবং জাকের পার্টির লতিফ আনোয়ার।
এছাড়া ২৯ টি ওয়ার্ডে ১১১ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দশটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৪৬ জন। রাজশাহী সিটিতে এবারই প্রথম ভোট নেয়া হচ্ছে ইভিএমে। ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২। আর ভোট কেন্দ্র রয়েছে ১৫৫টি।