বাংলাদেশ কোস্ট গার্ডের সমুদ্রগামী পাঁচটি জাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিপইয়ার্ডে তৈরি বাংলাদেশ কোস্ট গার্ডের সমুদ্রগামী পাঁচটি জাহাজ উদ্বোধন করেছেন
সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাহাজগুলোর উদ্বোধন করেন তিনি। জাহাজ পাঁচটি হলো-বাংলাদেশ কোস্ট গার্ডের দুটি ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগ বোট এবং একটি ফ্লোটিং ক্রেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বক্তারা বলেন, এর মাধ্যমে বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চুরি
রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল প্রদান এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও নৌ যান দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কোস্ট গার্ডের অপারেশনাল কার্যক্রম বেগবান হবে।