জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না, বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। সেন্টমার্টিন দ্বীপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মাটি ব্যবহার করে কাউকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেয়া হবে না। নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর ইস্যুতে সরকার প্রধান বলেন, ভারত জানে কি বলতে হবে এবং এ বিষয়ে বাংলাদেশের ওকালতি কিছু নেই। সংবিধান মেনে যথা সময়ে সংসদ নির্বাচন হবে বলেও জানান শেখ হাসিনা।
সম্প্রতি কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিকসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। প্রশ্নোত্তর পর্বে সফর ছাপিয়ে উঠে আসে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির ভুলের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
ভোট ডাকাত বিএনপিই ভোট চুরির অপবাদ দিচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রীকে উদ্বৃত করে নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন সঠিক হয়নি বলে জানান তিনি। দেশ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় থাকতে চান না বলেও সাফ জানিয়ে দেন বঙ্গবন্ধুকন্যা। পরনির্ভরতা কাটাতে অর্থনৈতিক জোট বিক্সস’এ বাংলাদেশ যোগ দেবে বলেও জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।