রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন খায়রুজ্জামান লিটন
- আপডেট সময় : ১০:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
তৃতীয়বারের মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠিত সিটি নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হন আওয়ামী লীগের এই নেতা। লিটন এই বিজয়কে নগরবাসীকে উৎসর্গ করেছেন। এসময় তিনি বলেন, এ বিজয় রাজশাহীর মানুষের। ভোটাররা গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। ভোটের ফলাফলে প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থী তার ধারে কাছেও নেই। নির্বাচনে খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে এক লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়েছেন। নির্বাচন থেকে সরে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলমের হাতপাখা প্রতীকে পড়েছে ১৩ হাজার ৪৮৩ ভোট।
তিনিই আছেন দ্বিতীয় অবস্থানে। ১ লাখ ৪৬ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে মেয়র হলেন লিটন।অন্যদুই প্রার্থীর মধ্যে জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার গোলাপ ফুল প্রতীকে ১১ হাজার ৭১৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট। তিনি অবশ্য নির্বাচন থেকে আগেই সরে যেতে চাচ্ছিলেন। দল তাকে সরে যাওয়ার অনুমতি না দেওয়ায় মনের বিরুদ্ধেই ভোট করতে হয় তাকে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর দলীয় কার্যালয়ে নবনির্বাচিত মেয়রকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।