ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শঙ্কা কাটছেনা চালক ও যাত্রীদের
- আপডেট সময় : ০১:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
গত ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোগান্তি পোহাতে না হলেও এবার ঈদে শঙ্কা কাটছেনা চালক ও যাত্রীদের। ঈদ মৌসুমে গাড়ির চাপ বেড়ে যাওয়া, গরুবাহী ট্রাক ও চারলেন প্রকল্পের চলমান কাজে এই শঙ্কা আরও বাড়িয়েছে। তবে পুলিশ প্রশাসন বলছে, গত ঈদের মতো এবারও মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ভোগান্তি এড়িয়েই বাড়ি ফিরতে পারবেন উত্তরবঙ্গের যাত্রীরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগরা পর্যন্ত ৭০কি.মি চারলেন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর থেকেই উত্তরবঙ্গের ২৩ জেলার সংগে রাজধানী ঢাকার যোগাযোগে আমুল পরিবর্তন ঘটে।
যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর উত্তরবঙ্গের সংগে ঢাকায় যাতায়াতে দীর্ঘ সময়ের অবসান হয়। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কটি দুই লেন থাকায় পিছু ছাড় ছিলোনা যানজট। প্রতি ঈদেই যানজটের ভোগান্তি পোহাতে হতো উত্তরবঙ্গের লাখ লাখ মানুষকে। সম্প্রতি মহাসড়কের এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগরা পর্যন্ত ৭০কি.মি এলাকা চারলেন প্রকল্পের কাজ শেষ হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তার কাজ এখনও চলমান। ফলে স্বাভাবিক গতিতে চলতে পারেনা যানবাহন। অন্যদিকে ঈদ মৌসুমে অতিরিক্ত গরুবাহী ট্রাক ও পিকআপ চলাচল করবে। এতে মহাসড়কে যানজট সৃষ্টির শঙ্কা রয়েছে। তবে আইনশৃংখলা বাহিনীর নজরদারী থাকলে ভোগান্তি কমবে বলে দাবী চালক ও যাত্রীদের।
টাঙ্গাইলের পুলিশ প্রশাসন বলছে, গত ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ী ফিরতে পেরেছে মানুষ। আসন্ন ঈদেও যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু ঈদ যাত্রায় এ মহাসড়কে যানবাহনের পরিমাণ প্রায় তিনগুণ বেড়ে যায়।