সেন্টমার্টিন কেন দেশের ১ ইঞ্চি জমিও কাউকে দেয়া হবে না: ফখরুল

- আপডেট সময় : ০৯:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেন্টমার্টিন কেন, বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও কাউকে দিতে দেয়া হবে না। দলের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাদের তুলে নিয়ে নির্বাচনে অংশ নিতে বাধ্য করছে বলেও অভিযোগ করেন তিনি।
সমসাময়িক নানা ইস্যুতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাগদ সম্মেলনে ফখরুল অভিযোগ করেন, আগামী সংসদ নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের তুলে নিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থা। কাতার ও সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব।
সেন্টমার্টিন কেন, বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও কাউকে দেবে না বিএনপি, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে জানান মির্জা ফখরুল