সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি ভেবে দেখা হবে: চুন্নু
- আপডেট সময় : ০৯:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৮২৩ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সকালে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর মতবিনিময় ও পরিচিতি সভায় একথা বলেন তিনি। চুন্নু বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। ৫ সিটিতে সরকার সুষ্ঠু নির্বাচনের দাবি করলেও বিশৃঙ্খলা ঘটিয়ে ইভিএমের মাধ্যমে আওয়ামী লীগ জয়ী হয়েছে বলে জানান মুজিবুল হক চুন্নু।
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় পাটি।
বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময়ে যোগ দেন পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, সিটি নির্বাচনে অভিজ্ঞতায় আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পাটি অংশগ্রহণ করবে কিনা সেটি ভেবে দেখা হবে।
৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করে জয়ী হয়েছে বলে জানান মুজিবুল হক চুন্নু।