ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চালু হয়েছে বৈকালিক স্বাস্থ্যসেবা
- আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চালু হয়েছে বৈকালিক স্বাস্থ্যসেবা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসা নিতে পারছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, সকালে বহির্বিভাগে অতিরিক্ত রোগীর চাপ থাকায় অনেক সময়ই সঠিকভাবে রোগ নির্ণয় করা যায় না। বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হওয়ায় সঠিক রোগ নির্ণয় ও সেবা দেয়া সম্ভব। তবে এ সেবাতে খুশি হলেও চিকিৎসকের বাড়তি ফি নিয়ে ক্ষুব্ধ রোগীরা।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। জেলার ৩০ লক্ষাধিক বাসিন্দার পাশাপাশি পাশের হবিগঞ্জ, মাধবপুর থেকেও অনেকে আসেন চিকিৎসা নিতে। তবে দুপুরের পর সেবা না পাওয়ার অভিযোগ ছিল রোগী ও স্বজনদের। এবার সে অবস্থা থেকে পরিত্রাণ পাচ্ছে রোগীরা।
বৈকালিক স্বাস্থ্যসেবায় মেডিকেল অফিসারের সরকারি ফি ২’শ থেকে ৩’শ টাকা, জুনিয়ার কনসালটেন্ট ও আবাসিক সার্জনের ফি ৩’শ টাকা এবং সিনিয়র কনসালটেন্টের ফি ৪শ’ টাকা। পাশাপাশি সরকার নির্ধারিত ফিতে করা যাচ্ছে সকল পরীক্ষা। বৈকালিক স্বাস্থ্যসেবা চালুর ফলে সঠিকভাবে রোগ নির্ণয় ও সেবা দেয়া সম্ভব হচ্ছে, বলছেন চিকিৎসকরা।
বর্তমানে সীমিত পরিসরে সেবা শুরু হলেও রোগী বাড়ার সাথে সাথে পরিসর বাড়ানো হবে বলে জানান হাসপাতালের এই কর্মকর্তা।
গেল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি হাসপাতালে নির্ধারিত ফি নিয়ে নতুন আরও ১৩২টি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এরআগে গত ৩০ মার্চ দেশের ৫১টি সরকারি হাসপাতালে এই বৈকালিক সেবা চালু করে সরকার।