সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোগান্তি নিয়ে যাত্রী ও চালকদের শংঙ্কা
- আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে অসংখ্য মানুষের গ্রামে ফেরা এবং পশু বাহী যানবাহনের চাপে এবার ঈদেও সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ভোগান্তি বাড়বে বলে শংঙ্কা প্রকাশ করেছেন, যাত্রী ও চালকেরা। তবে এ বছর ঈদযাত্রা আরাম দায়ক হবে বলে দাবি করেন হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল দিয়ে প্রতিদিন ১৭/১৮ হাজার যান চলাচল করে। তবে ঈদের আগে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ থেকে ৪০ হাজারে। ফলে ঈদের সময় প্রতি বছরই যানজটের ভোগান্তিতে পড়ে মানুষ। আর কয়েক বছর ধরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ফোরলেন, ব্রীজ ও ওভারব্রীজ নির্মাণ কাজ চলমান থাকায় ঘরে ফেরা যাত্রীদের যাতায়াতে ভোগান্তির মাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে।
তবে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, যানবাহন চলাচল নির্বিঘ্ন ও যানজট নিরসনে ঈদের আগে ও পরের কয়েকদিন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পর্যন্ত জেলা ও হাইওয়ে পুলিশের ৮শ’ সদস্য মোতায়েন থাকবে। থাকবে টহল পুলিশও।
যানজট ও ভোগান্তি এড়াতে ২৫ জুন খুলে দেয়া হচ্ছে কড্ডার মোড় ফ্লাইওভারের ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন এবং নলকা ফ্লাইওভারের
উভয়দিক ।
এদিকে..টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চারলেনের উন্নয়ন কাজ এখনও চলমান।
এসএটিভি নিউজডেস্ক।