আগামী সংসদ নির্বাচনকে সরকার খেলায় পরিণত করেছে : ফখরুল
- আপডেট সময় : ০৯:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচনকে সরকার খেলায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি । বিএনপির আন্দোলনকে ভয় পায় বলেই সরকার নেতাকর্মীদের আটক করছে বলে অভিযোগ করেন তিনি।
দ্রব্য মূল্যের উধ্বগতি, সীমাহীন দুনীতি, শ্রমিক নির্যাতন বন্ধ, অবৈধ সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে উত্তর বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিক দল।
এআগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি এবার অবশ্যই সফল হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আন্তর্জাতিক মহল থেকে শুরু সাধারণ জনগণও আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। নিরপেক্ষ সরকার অধীনে ছাড়া দেশে কোনো নিবাচন হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যদিয়ে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের পর উত্তর বাড্ডা থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। এসময় নেতা-কর্মীদের হাতে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার, জাতীয় ও দলীয় পতাকাসহ শ্লোগানে মুখরিত হয় সমগ্র এলাকা।মিছিলটি মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়।