রাজধানীর হাটে আসতে শুরু করেছে গবাদি পশু
- আপডেট সময় : ০৯:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৭৬০ বার পড়া হয়েছে
কোরবানীকে সামনে রেখে রাজধানীর হাটে আসতে শুরু করেছে গবাদি পশু। তবে, বেচাবিক্রি এখনো শুরু হয়নি বলে জানালেন খামারীরা। হাটে এসে পশু দেখছেন আর দাম যাছাই করছেন ক্রেতারা। তাদের দাবি, গেলো বছরের তুলনায় এবার গরুর দাম প্রায় দেড় গুণ বেশী। খাবার ও যাতায়াত খরচ বাড়ায় গরুর দাম বেড়েছে বলে জানান খামারীরা। এদিকে, ইজারাদাররা বলছেন, হাটের নিয়ম-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানী ঢাকায় স্থায়ী আর অস্থায়ী ১৯টি জায়গায় বসেছে পশুর হাট। আগামী বৃহস্পতিবার ঈদুল আযহাকে সামনে রেখে এসব হাটে আসতে শুরু করেছে কোরবানীর গরু-ছাগল।
সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী কোরবানীর পশু বিক্রির জন্য ৫ দিন নির্ধারণ করা হলেও আগেই হাটে পশু এনেছেন খামারীরা। পশুর হাটে ক্রেতাদের আনাগোনা বাড়লেও, বেচা-বিক্রি এখনো শুরু হয়নি বলে জানান তারা। তবে খরচ বাড়ায় দাম বাড়ার কথা স্বীকার করেন ব্যাপারীরা।
ছুটির দিনে হাটে পশু দেখতে আসেন নারী-পুরুষ-শিশুরাও। দাম যাচাইয়ের পর অতিরিক্ত দামের কথা জানান তারা।
কিছু কিছু অস্থায়ী হাটের প্রস্তুতি এখনো শেষ হয়নি। তবে, হাটের সার্বিক নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান ইজারাদাররা। দু’তিন দিনের মাঝেই পশুর হাট পুরোপুরি জমে উঠবে বলে আশা ক্রেতা-বিক্রেতাদের।