রংপুরের মিঠাপুকুরে উৎপাদন শুরু এসএ এগ্রো ফিডসের
- আপডেট সময় : ০৬:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১৮৯৮ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুরে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ এগ্রো-ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান- এসএ এগ্রো ফিডস লিমিটেড। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানটিতে সর্বাধুনিক জার্মান প্রযুক্তির মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উৎপাদন হচ্ছে সুষম ও নিরাপদ পোল্ট্রি, ক্যাটেল ও ফিস ফিড। প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে এসএ গ্রুপের পরিচালক ও এসএ টিভির চেয়ারম্যান জানান, নিরাপদ ফিড প্রদানের নিশ্চয়তায় এবং খামারিদের ব্যবসায়িক সাফল্য আনতে বিশ্বমানের প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
রংপুরের মিঠাপুকুরে বিস্তীর্ণ এলাকাজুড়ে নির্মিত হয়েছে জার্মান সর্বাধুনিক মেশিনের বিশ্বমানের এগ্রো-ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএ এগ্রো ফিড লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রয়াত সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শেষ ইচ্ছার প্রতিফলন। স্বনামধন্য শিল্পউদ্যোক্তা, এসএ গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ স্থাপন করেছেন দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানটি।
ঘন্টায় চারটি ইউনিটে ৪০ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এসএ এগ্রোর এখনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। তবে শুরু হয়েছে ফিড উৎপাদন।
জার্মান প্রযুক্তিতে হাতের স্পর্শ ছাড়াই এখানে উৎপাদন হচ্ছে সুষম ও নিরাপদ বিশ্বমানের পোল্ট্রি, ফিস ও ক্যাটল ফিড। নিজস্ব বিতরণ ব্যবস্থাপনায় তা পৌছে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খামারিদের কাছে।
রংপুরে এসএ এগ্রো ফিডস পরিদর্শন করেছেন এসএ গ্রুপের পরিচালক ও এসএ টিভির চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন পারভিন ও পরিচালক সায়মা আহমেদ শান্তা।
উৎপাদন প্রক্রিয়ায় সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও উৎপাদিত ফিডের মান নিয়ে সন্তুষ্টির কথা জানান এসএ টিভির চেয়ারম্যান। বলেন, এসএ এগ্রো রংপুর অঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
আর পরিচালক সায়মা আহমেদ শান্তা বলেন, এসএ এগ্রো ফিড দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে।
সর্বাধুনিক জার্মান মেশিনে হাতের ছোঁয়া ছাড়াই উৎপাদিত সুষম ফিড–মাছ মুরগি ও গবাদি পশুর বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এসএ এগ্রো ফিডসের জেনারেল ম্যানেজার অপারেশন্স।
দেশের পোল্ট্রি ফিস ও গবাদি পশুর খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধিতে এসএ এগ্রো ফিডস বিশেষ অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।