জাতীয় সরকার গঠনে ৯ দফা রূপরেখা দিলেন ইসলামী আন্দোলন
- আপডেট সময় : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
জাতীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ৯ দফা রূপরেখা দিলেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রাজধানীর একটি হোটেলে সুষ্ঠু নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় এ রূপরেখা তুলে ধরেন তিনি। সভায় অংশ নিয়ে দেশ ও জনগণকে বাঁচাতে সব দলের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপি, জামায়াত ও কল্যাণ পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা।
বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয় বিষয়ে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এতে আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও অংশ নেয় বিএনপি জামাত, কল্যাণ পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা ও প্রতিনিধিরা।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সবাইকে ঐক্যমতে আন্দোলন প্রয়োজন বলে মনে করেন বক্তারা। দেশের স্বার্থে সবাই মিলে গণ অভ্যুত্থানের মাধ্যমে এ সরকারকে পতন ঘটানোরআহ্বান জানান, বিভিন্ন দলের সিনিয়র নেতারা
সরকারের অধীনে আর কোন নির্বাচন করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনে সংবিধান সংশোধনেরও দাবি জানান বক্তারা।