তত্ত্বাবধায়ক বাতিল করে অস্বস্তিকর পরিবেশ তৈরির অভিযোগ ফখরুলের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ দেশে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে বরিশালে তারুণ্য সমাবেশে তিনি একথা বলেন। এসময় ফখরুল আরো বলেন, নির্দলীয় সরকার ছাড়া আর কোন নির্বাচন হতে দেবে না বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে জানান মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেয়াসহ লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালের বেলসপার্কে এ তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।