রাজধানী ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ
- আপডেট সময় : ০৫:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষ বেছে নিয়েছেন চাঁদপুরের নদীপথ। এতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বেড়েছে মানুষের ভিড়। যাত্রীদের হয়রানিমুক্ত রাখতে বারবার মাইকিং করছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। যাত্রী নিরাপত্তা এবং সময়ের সাথে সাথে লঞ্চ সার্ভিস আরো আধুনিক করার দাবি জানান যাত্রীরা।
পবিত্র ঈদুল আযহায় বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে একটু সময় কাটাতেই মানুষের বাড়িতে ছুটে যাওয়া। নদীপথে ঘরমুখী হাজার হাজার মানুষ ফিরছেন। তবে লঞ্চে নিরাপত্তা ব্যবস্থা ও ভাড়া কমানোর দাবী যাত্রীদের।
পদ্মাসেতু চালু হওয়ায় পর থেকে লঞ্চে যাত্রীর ভাটা পড়েছে। একদিকে যাত্রী কম, অন্যদিকে লঞ্চের খরচবৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছে লঞ্চ মালিকরা।
যাত্রী সেবায় চাঁদপুর লঞ্চঘাটে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। ফায়ার সার্ভিসের টহল ও সচেতনতামূলক প্রচারণাও রয়েছে। পাশাপাশি টহল দিচ্ছে নৌ পুলিশের ভ্রাম্যমাণ দল। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঢাকা-চাঁদপুর, নারায়ণগঞ্জ -চাঁদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলে প্রায় অর্ধশত লঞ্চ ঈদে যাত্রী সেবায় প্রস্তুত কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন।