হাটে জাল টাকার কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকব:পুলিশ মহাপরিদর্শক
- আপডেট সময় : ০৮:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, হাটে জাল টাকার কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। আর রেবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, গরুর হাটে অতিরিক্ত হাসিল গ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গাবতলী পশুর হাট জমে উঠেছে কোরবানীর পশু কেনা বেচে। স্থায়ী এ হাটে সারাদেশ থেকে ব্যাপারীরা তাদের গরু ছাগল নিয়ে এসেছেন। বিশাল এ হাটে প্রতিদিন কয়েক কোটি টাকার পশু বিক্রি হচ্ছে। ক্রতা এবং বিক্রতাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হাট পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
পরির্দশন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। পশুর হাটে জাল টাকার কারবারী, অজ্ঞান পার্টি এবং মলম পার্টিসহ যারা প্রতারণা কাজে জড়িতদের ছাড় দেয়া হবে না।
এছাড়া গাবতলী পশুর হাট সরেজমিন পরির্দশন করেন রেবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনলাইনে পশু বেচাকেনায় প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। সময় মতো গ্রাহককে গরু না দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
সিংক: কমান্ডার খন্দকার আল মঈন, রেবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক
এ বছর চামড়া বেচাকেনার সিন্ডিকেট করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারীদেন রেব কমান্ডার