দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আরো ৫ টি পরিকল্পনা : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৮১৭ বার পড়া হয়েছে
সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় আরো ৫ টি পরিকল্পনা যুক্ত করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সরকারের কাজে গতিশীলতা বাড়ছে এবং মানুষের অধিকার নিশ্চিত করাও সম্ভব হচ্ছে।
বিকেলে,রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সভ পর্যায়ে নিয়ম শৃঙ্খলা ফেরাতে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও নিজেদের শুদ্ধাচারের পাশাপাশি সকল শিক্ষা কর্মকর্তাদের আরো জোড়ালো ভুমিকা পালন করতে হবে। যাতে শিক্ষাখাতে দেশের শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হয়।